BLOG

সিডিবিএল এর মাসিক ই-স্টেটমেন্ট প্রসঙ্গে

February 01, 2022

জিএমএফ সিকিউরিটিজ লিঃ এর সম্মানিত সকল ক্লাইন্টদের জানানো যাইতেছে যে, গত ৩০/০১/২০২২ তারিখে সিডিবিএল কর্তৃক একটি আলোচনা সভার মাধ্যমে জানানো হয়, যে এখন থেকে প্রতি মাসের ১ তারিখে সম্মানিত সকল ক্লাইন্টদের সিডিবিএল থেকে ই-মেইল এর মাধ্যমে একটি মাসিক ই-স্টেটমেন্ট প্রদান করা হবে যেখানে প্রতিমাসের Opening & closing Share Balance থাকবে  । যে সকল গ্রহক কোডে ই-মেইল  প্রদান করা রয়েছে শুধুমাত্র তারাই, এ সুবিধা ভোগ করিতে পারিবে।  যে সকল ক্লাইন্টদের কোডে ই-মেইল সংযুক্ত করা নেই, উক্ত সুবিধা টি পাওয়ার জন্য তাদের বিও কোডে ই-মেইল সংযুক্ত করার জন্য অনুরোধ করা হল ।

POST A REPLY

Your email address will not be published. Required fields are marked *