এতদ্বারা জিএমএফ সিকিউরিটিজ লিঃ-এর সকল বিনিয়োগকারীকে জানানো যাচ্ছে যে, এটিএসএল গ্রোথ ফান্ড (ATSL Growth Fund) সংশ্লিষ্ট কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার কারণে, যে সকল গ্রাহকের নিকট এই ফান্ডের শেয়ার ছিল, তাঁদের বেনিফিশিয়ারি ওনার্স (BO) হিসাবে জমাকৃত শেয়ারের বিপরীতে নগদ অর্থ (Cash) প্রদান করা হবে।
এটিএসএল (ATSL) কর্তৃপক্ষ গ্রাহকদের ফান্ডের বিপরীতে এই নগদ অর্থ পরিশোধ করবে। সেই কারণে, বেনিফিশিয়ারি ওনার্স (BO) অ্যাকাউন্টে থাকা এটিএসএল গ্রোথ ফান্ডের শেয়ারগুলি সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (CDBL) থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
এই প্রক্রিয়ার কারণে গ্রাহকদের পোর্টফোলিওতে আর এটিএসএল গ্রোথ ফান্ডের শেয়ারগুলি দৃশ্যমান হবে না। বিনিয়োগকারীদের এই বিষয়ে অবহিত থাকতে অনুরোধ করা হচ্ছে।