জিএমএফ সিকিউরিজি লিঃ
ট্রেক নং-১৮৬, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ
স্টক এক্সচেঞ্জ ভবন, রুম নং-৩০৯(তৃতীয় তলা)
৯/এফ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ ।
রুম-২১৭, ডি এস ই টাওয়ার(লেভেল-১১),পল্ট-৪৬,রোড-২১, নিকুঞ্জ ২, ঢাকা-১২২৯ ।
ফোন : ৪১০৪০১০৯, ৪১০৪০২৬৪, ৪১০৪০২৬৫, ৯৫৫৫১৭৮, ৯৫৬১২৫৮
-: বিও একাউন্ট নবায়ন প্রসঙ্গে বিশেষ বিজ্ঞপ্তি :-
অত্র কোম্পনীর সম্মানিত সকল বিও হিসাবধারীগণকে ১লা জুলাই ২০২১ইং হইতে ৩০শে জুন ২০২২ইং মেয়াদকাল পর্য্ন্ত বার্ষিক বিও নবায়ন ফি বাবদ ৪৫০/- (চারশত পঞ্চাশ) টাকা আগামী ২৫শে জুন ২০২১ইং তারিখের মধ্যে কোম্পনীর হেড অফিস অথবা শাখা অফিস সমূহে জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল । উক্ত সময়ের মধ্যে কেহ বিও নবায়ন ফি পরিশোধ না করিলে কোন প্রকার যোগাযোগ ব্যতীত তাহাদের বিও হিসাব বন্ধ হইয়া যাইবে ।
প্রয়োজনে যোগাযোগ করুন ।
৪১০৪০১০৯, ৪১০৪০২৬৪, ৪১০৪০২৬৫, ৯৫৫৫১৭৮, ৯৫৬১২৫৮
নির্দেশক্রমে
কর্তৃপক্ষ
জিএমএফ সিকিউরিজি লিঃ