উপর্যুক্ত বিষয়ে কমিশনের 772 তম সভায় সিদ্ধান্ত হচ্ছে যে “আগামী 03 (তিন) মাসের মধ্যে সিডিবিএল সকল বিও হিসাবের সেল ফোন নাম্বার ও ই-মেইল ঠিকানা হালনাগাদ করবে এবং ঐ সময়ের পর যে সকল বিও হিসাবের সেল ফোন নাম্বার ও ই-মেইল ঠিকানায় তথ্য প্রেরণ করার সুযোগ বিদ্যমান থাকবে না, তা ফ্রিজ করার জন্য সিডিবিএল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে ।”
অতএব জিএমএফ এর সকল সম্মানীত গ্রাহকদের জানানো যাইতেছে যে অতি শিগ্রহী তাদের সেল ফোন নাম্বার ও ই-মেইল সংযুক্ত/আপডেট করতে বলা হল ।