সম্মানিত গ্রাহক, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ৩১ মে ২০২০ইং তারিখ থেকে আমাদের সকল কার্যক্রম শুরু হয়েছে। শেয়ার ক্রয়-বিক্রয় চলবে সকাল ১০:৩০ থেকে দুপুর ০১:৩০ পর্যন্ত। সরকারী নোটিশ অনুযায়ী সমস্ত ক্লায়েন্টকে অফিসে না আসার জন্য অনুরোধ করা হচ্ছে, এর জন্য আমরা আন্তরিকভাবে দু:খিত। গ্রাহকরা ফোন কলে, অনলাইন মোবাইল অ্যাপের মাধ্যমে শেয়ার ক্রয়-বিক্রয় ও টাকা উত্তোলন জন্য আবেদন করতে পারবেন।শুধুমাত্র শেয়ার ক্রয়ের ক্ষেত্রে প্রয়োজনবোধে টাকা জমা দেওয়ার জন্য আপনার নিকটস্থ আমাদের নিন্মোক্ত যে কোন অফিসে যোগাযোগ করুন। আমরা সর্বদাই ফোন কল, ইমেল, ওয়েবসাইটের মাধ্যমে সহায়তা করতে প্রস্তুত রয়েছি। শেয়ার ক্রয়-বিক্রয়ের জন্য: ক) হেড অফিস (মতিঝিল)- 9555178, 01552390045 খ) Ext. হেড অফিস (নিকুন্জ)- 41040109, 01911294768 (ম্যানেজার) গ) উত্তরা অফিস- 01614147000 ঘ) কাওরান বাজার অফিস- 8189440, 8189441 ঙ) হট লাইন- 01911294768