Deprecated: Methods with the same name as their class will not be constructors in a future version of PHP; widget_contact has a deprecated constructor in /home/gmfsecur/public_html/wp-content/plugins/laundryes_core/jkwidgets.php on line 233
আইপিও আবেদনের ক্ষেত্রে নিয়মাবলি – GMF Securities

BLOG

আইপিও আবেদনের ক্ষেত্রে নিয়মাবলি

October 18, 2021

১. আইপিও আবেদন করার জন্য ক্লাইন্ট কোডে পর্যাপ্ত পরিমান Mature Balace থাকতে হবে ।

২. আইপিও আবেদন করার জন্য উক্ত আইপিও এর Cut-off Date এ নিদিষ্ট পরিমান শেয়ারের মার্কেটভ্যালু থাকতে হবে ।

৩. কোন শেয়ার Buy/Sell করলে তা একদিন পর টাকা Mature হবে এবং “Z” Category  শেয়ার Buy/Sell এর ক্ষেত্রে তা দুইদিন পর টাকা Mature হবে ।

৪. আইপিও আবেদন এর শেষ দিনে Mature Balance না থাকলে আইপিও আবেদন করার জন্য অব্যশই ক্যাশ টাকা দিয়ে আবেদন করতে হবে ।(চেক গ্রহণযোগ্য নয়)

POST A REPLY

Your email address will not be published. Required fields are marked *